রৌমারীতে ফ্রেন্ডশিপ নারী ও শিশু নির্যাতন রোধে এ্যাডভোকেসী সভা

লেখক: Rakib hossain
প্রকাশ: 10 months ago

লিটন সরকার রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে চরশৌলমারী ইউনিয়নের সুখের বাতি চরাঞ্চলের মানুষের মাঝে সামাজিক মূল্যবোধ জাগাতে নারী ও শিশু নির্যাতন রোধে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২৫ জানুয়ারি সকাল ১১ টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ রৌমারী অঞ্চলের ইনক্লুসিভ সিটিজেনশীপ সেক্টর কর্তৃক আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, আয়শা তাসিন খাঁনের সুদক্ষ নেতৃত্বে ২০১২ সাল থেকে ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ
সিটিজেনশীপ সেক্টর সুবিধা বঞ্চিত চরাঞ্চলের মানুষের অধিকার ও আইন বিষয়ে সচেতন করে চলেছে। এরই
অংশ হিসেবে উপজেরার সুখের বাতিরচর এলাকায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ফ্রেন্ডশিপ সফলতার সাথে কাজ করছে। পরে চর থিয়েটারের পরিবেশনায় সচেতনতা মূলক নাটক পরিবেশন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান,
ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশীপ সেক্টরের সহকারি প্রকল্প ব্যবস্থাপক আহসান হাবিব, ফ্রেন্ডশিপ
ইনক্লুসিভ সিটিজেনশীপ সেক্টরের প্রকল্প অফিসার মেহেদী হাসান, চরশৌলমারী ইউপি সদস্য আনছার
আলী তুহিন, ইউপি সদস্য নুর নবী ও ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারালিগ্যাল মাইদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ।
মতবিনিময় সভায় ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশীপ সেক্টরের সহকারি প্রকল্প ব্যবস্থাপক আহসান
হাবিব বলেন, নারী নির্যাতন শুরু হয় বাল্যবিবাহ থেকে। বাল্যবিবাহ দেয়া হলে দুই তিন বছরের মধ্যে একটি দুটি বাচ্চা হয়ে যায় এবং মেয়েটির সৌন্দর্য্য নষ্ট হয় পরে মেয়েটিকে আর তার স্বামীর ভালো লাগে না আর
তখন থেকে শুরু হয় নারী নির্যাতন। এখন থেকে প্রতিঙ্গা করি আর নয় বাল্যবিবাহ আর নয় নারী নির্যাতন। রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান তিনি বলেন, নির্ভয়ে আসুন থানায় নয় কোনো দালাল। যে কোনো সেবায় থানা আপনার বন্ধু হিসাবে কাজ করতে চায়। নারী নির্যাতন হলে সরাসরি
যোগাযোগ করুন থানায়। যদি আপনাদের এলাকায় কোনো প্রকার অপরাধ সংঘটিত হয় তবে সরাসরি থানার অফিসের নম্বরে যোগাযোগ করবেন আপনাদের তথ্য গোপন করা হবে। এলাকায় বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও জুয়াসহ সকল প্রকার অপরাধ দমনে সকলকে গুরুত্বপূর্ণ অবদান রাখাতে হবে। ফ্রেন্ডশিপের এমন ভালো কাজের সাথে রৌমারী থানা সহযোগী হিসাবে কাজ করবে।

error: Content is protected !!