লিটন সরকার,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগ রৌমারী উপজেলা শাখার সহ-সভাপতি ফজলুল হক মনি’র স্মরণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আমজাদ হোসেন এর সভাপতিত্বে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে রৌমারী উপজেলা আওয়ামীলীগ । স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হোরায়রা , উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান মাহমুদা আকতার স্মৃতি, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবিদ শাহনেওয়াজ তুহিন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক আফজাল হোসেন বিপ্লব, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ প্রমুখ। স্মরণ সভায় প্রয়াত ফজলুল হক মনির কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ মুলক আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে ফজলুল হক মনির রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন আলহাজ্ব জাহিদ ।