রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পানিতে মরদেহ ভেসে উঠেছে। আজ মঙ্গলবার ২২ শে আগস্ট দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের মধ্য ধনারচর এলাকার ঢাকা-রৌমারী মহাসড়কের পাশে ব্রিজের নিচে একটি মরদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করার পরে পরিচয় মেলে লাশটির। মৃত ব্যাক্তি হলেন রৌমারী সদর ইউনিয়ন এর কোনাচিপাড়া এলাকার কুরান শেখ এর ছেলে কেসমত আলী (৬০)।
মৃত্যু ব্যাক্তির ছেল আজিজুর রহমান জানান আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত শনিবার রাতে থেকে আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই চার দিন ধরে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি পাইনি। কিন্তু আজ খবর পেয়ে এসে দেখি আমার বাবার লাশ এটি। রৌমারী অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বলেন আমি ঘটনা স্থানে গিয়েছিলাম লাশটি উদ্ধারের পর নিহতের পরিবার লাশটি শনাক্ত করেন এবং কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা হয়েছে।