কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে শনিবার দুপুর ২ টার দিকে সুলায়মান ও রাব্বী নামে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। রাব্বী( ১৫) রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ঝুনকিরচর গ্ৰামের চানমিয়ার ছেলে এবং সুলায়মান(১৫) একই উপজেলার চরশৌলমারী ইউনিয়নের শান্তিরচর গ্ৰামের এরশাদুল হকের ছেলে কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের পুরারচর হাফিজা মাদ্রাসার শিক্ষার্থী তারা।
অভিভাবকরা জানান, রাব্বী ও সুলায়মান মাদ্রাসা থেকে শনিবার দুপুর ২ টার থেকে পাওয়া যাচ্ছে না। পরে তারা মাদ্রাসার পক্ষ থেকে অভিভাবকে ফোন করে বলেন । রাব্বী ও সলেমানকে পাওয়া যাচ্ছে না । বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও ছাত্রদ্বয়ের সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজ ছাত্রদের সন্ধান পেতে মাদ্রাসার পক্ষ থেকেও চেষ্টা চলছে বলে জানান শিক্ষকরা। যদি কারো নজরে পড়ে এই ফোন নাম্বার এ ০১৯২৯৯৫০২৪৪ যোগাযোগ করুন ।