লিটন সরকার রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি গঠন।
রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়ন মৎস্যজীবী লীগের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে রৌমারী উপজেলার মৎস্যজীবী লীগের সভাপতি মুন্জিল হোসেন, রৌমারী উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব ফরহাদ হোসেন এর যৌথ স্বাক্ষরিত গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন। কমিটিতে আগামী ৯০ দিনের জন্য সাহের আলীকে আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্য সচিব এবং ২৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলার মৎস্যজীবী লীগের সভাপতি মন্জিল হোসেন জানান, দাঁতভাঙা ইউনিয়ন মৎস্যজীবী লীগের কার্যক্রম জোরদার ও নতুন নেতৃত্বরা উপজেলার মধ্যে একটি শক্তিশালী ও আদর্শ ইউনিট হিসেবে দাঁতভাঙা ইউনিয়ন মৎস্যজীবী লীগকে গড়াসহ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।