রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারী উপজেলায় নেই পাশে যার সমাজ সেবা শুধুই তার এই প্রতিপাদ্য কে সামনে রেখে বৃহস্পতিবার (২ জানুয়ারি ) সকাল ১১ ঘঠিকায় ২৬ তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হচ্ছে।
সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রৌমারী উপজেলায় প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর, এতে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজি আনিসুল ইসলাম।
উপজেলা সমাজসেবার অফিসার মিনহাজ উদ্দিন এতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা ফিল সুপারভাইজার আব্দুল্লাহ হিল কাফি, ইউনিয়ন সমাজকর্মী সেরাজুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী জাহিদুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী তানজিনা ইয়াসমিনসহ অই সংগঠনের সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার লোক জন উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তারা সমাজসেবার বিভিন্ন কার্যক্রম, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতি সরকারের সহায়তা এবং সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা নিয়ে আলোচনা করেন। উপস্থিত সেবাগ্রহীতারা এই আয়োজনের প্রশংসা করেন এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচি কাভার করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।