রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ওয়ালটন প্লাজা জামালপুর এরিয়ার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন কুড়িগ্রামের রৌমারীতে ১৬ ই ডিসেম্বর দুপুরের দিকে জামালপুর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়ালটন প্লাজা জামালপুর এরিয়ার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।দেশের সবুজায়ন ও পরিবেশ রক্ষায় গুরত্বপূর্ণ অবদান রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার রৌমারীর পক্ষে মোঃ সাইফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।