রৌমারীতে এলজিইডি কর্তৃক তৈরি পল্লী মার্কেট শুভ উদ্ভোধন করেন এমপি বিপ্লব হাসান পলাশ

লেখক: লিটন সরকার
প্রকাশ: 7 months ago

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার রৌমারীতে এলজিইডি বাস্তবায়নাধীন চতুর্থ তলা ভিত্তির দ্বিতল পল্লী মার্কেট নির্মাণ শেষে শুভ উদ্বোধন করলেন ২৮,কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশ এমপি।

 

বৃহস্পতিবার বেলা ১২ টায়  রৌমারী উপজেলা সদরে অবস্থিত এই দৃষ্টি নন্দন ভবনটি তিনি উদ্বোধন করেন,এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, উপজেলা প্রকৌশলী মনছুরুল হক,উপ-সহকারী প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দীন, প্রজেক্ট এর উপ-সহকারী প্রকৌশলী সাকুর,ঠিকাদার ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম মিনু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএমএ মতিন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম ,ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।দ্বিতল মার্কেটের নীচ তলায় রয়েছে প্লাটফরম ৪টি,দ্বিতীয় তলায় ছোট বড় মিলে ১৩টি রুম রয়েছে এর মধ্যে ৪টি নারীদের জন্য নির্ধারিত ।ভবনটিতে সোলার সিস্টেম প্যানেল রয়েছে যা থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

 

মোট বরাদ্দকৃত অর্থ-১কোটি,৮৯ লক্ষ,১৮হাজার,৭২১টাকা।ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম নুরুজ্জামান হামিদ,কুড়িগ্রাম।

error: Content is protected !!