রৌমারীতে উপজেলা প্রেসক্লাবের পথ চলার ১ যুগ পূর্তি পালন

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

গণমাধ্যম হোক আরও স্বাধীন ও শক্তিশালী”,এই প্রতিপাদ্যের উপর জমকালো আয়োজনে কুড়িগ্রামের রৌমারীতে ‘উপজেলা প্রেসক্লাব’এর পথ চলার ১ যুগপূর্তি পালন করা হয়।

এ উপলক্ষে শনিবার (৯ মার্চ) সকাল ৯ টায় জাতীয় ও প্রেসক্লাব পতাকা উত্তোলন, ১০ টায় বর্ণাঢ্য র‍্যালি শেষে কেক কেটে ১ যুগপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্ধোধন উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারার সভাপতিত্বে সাধারণ সম্পাদক শওকত আলী মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে।

প্রেসক্লাবের ১ যুগপূর্তি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমন, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী নাহিদ হাসান খান, সহকারী পুলিশ সুপার ও রৌমারী রাজিবপুর সার্কেল আব্দুল মমিন, অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল-জামান, ভাইচ চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উপজেলা প্রেসক্লাবের পৃষ্টপোষক ও উপদেষ্টা সোহরাব হোসেন,  সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান মিজানুর রহমান মজনু মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম, এশিয়ান টিভির রৌমারী ও রাজিবপুর উপজেলা প্রতিনিধি মুরাদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ রুবেল, লিটন সরকারসহ ক্লাবের সকল সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

error: Content is protected !!