রৌমারীতে উজান থেকে নেমে আসা ঢলে লোকালয়ে পানি প্রবেশ

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

হঠাৎ উজান থেকে নেমে আসা ঢলে ব্রম্মপুত্র নদে পানি বেড়ে তীর উপচে বাঁধ ভেঙ্গে
লোকালয়ে পানি প্রবেশ করেছে। ফলে লোকালয়ে পানি প্রবেশে প্লাবিত হয়ে, আতঙ্কে
রয়েছে নিম্নাঞ্চল মানুষ। এতে প্লাবিত নিম্নাঞ্চল মানুষদেরকে আগাম ভাবে উচু স্থানে
না নেয়ার ব্যবস্থা করলে ছেলে মেয়ে, ঘরে থাকা ধান, চালসহ বিভিন্ন ফসল, গরু, ছাগল,
হাঁস মুগগি নিয়ে বিপাকে পড়বে পরিবার গুলি।
গতকাল ১৬ জুলাই রবিবার যাদুরচর ইউনিয়নের ধনারচর, চাক্তবাড়ি, দিগলাপাড়া, চর পাখিঁউড়া, রৌমারী সদর ইউনিয়নের কান্দাপাড়া, কাঠালবাড়ি, পশ্চিম কাঠালবাড়ি,
বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর, বাগুয়ারচর, চরবাগুয়ারচর এলাকায় গিয়ে দেখা গেছে, হঠাৎ
করে উজান থেকে নেমে আসা ঢলে ব্রম্মপুত্র নদের পানি বেড়ে নদের তীর উপচে এবং
চাক্তাবাড়ীতে বাঁধ ভেঙ্গে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এতে নিম্নাঞ্চলের মানুষ
বাড়িতে পানি বন্দি হয়ে যাওয়ার ভয়ে আতঙ্কে কাটছে।ফলে উপজেলার ঘুঘুমারী, চর ঘুঘুমারী, খেরুয়ারচর, খেদাইমারী, চর খেদাইমারী, সাহেবের আলগা, বলদমারা, বাইশ পাড়া, ফলুয়ারচর,যাদুরচরের দিগলাপাড়া, ধনারচর, রৌমারী সদর ইউনিয়নের কাঠালবাড়ি, কান্দাপাড়া, ব্রম্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়ে নদের তীর উপচে লোকলয়ে পানি প্রবেশ করে কৃষকের চিনা, কাউন, তিল, মরিচ, পাটসহ বিভিন্ন ফসল নষ্ট হওায়ার উপক্রম হয়েছে।
চাক্তাবাড়ি এলাকার বসবাসরত গ্রাম পুলিশ সাদেক আলী বলেন, হঠাৎ করে পানি বৃদ্ধি
পেয়ে চাক্তাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে বাঁধ রাস্তা ভেঙ্গে লোকালয়ে পানি
প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে পানিবন্দি মানুষদের পাশে
চেয়ারম্যানসহ আমরা যাচ্ছি। এবং পানিবন্দি পরিবারদের মাঝে জিআরএর চাল দেয়ার জন্য তালিকা করা হচ্ছে।দিগলাপাড়া ও কান্দাপাড়া গ্রামের বাসিন্দা আফসার আলী, জহির উদ্দিন, মোসলেম উদ্দিন কাওসার আহমেদ, আবু বক্কর, কুদুর ব্যাপারি, রাশেদ, লাল মিয়াসহ আরোও অনেকে বলেন,রৌমারী উপজেলার ব্রম্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে নদের তীর উপচে চাক্তাবাড়িতে বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করেছে। যে ভাবে পানি বৃদ্ধি পেয়েছে, এতে আর এক থেকে দুইদিন পানি বৃদ্ধি পেলে উচু এলাকায় পানি প্রবেশ করবে। এতে নিম্নাঞ্চলের
পরিবার গুলি ছেলে মেয়ে, ধান, চালসহ ঘরে থাকা হাঁস মুরগি, গরু ছাগল নিয়ে চরম
বিপদে পরবে। পানি বন্ধি পরিবারদেরকে রক্ষা করতে এবং সাহায্য করতে প্রশাসন,
জনপ্রতিধিদেরকে এগিয়ে আসা প্রয়োজন।
এ বিষয়ে বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার,
রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বলেন, হঠাৎ করে উজান থেকে নেমে আসা পানির ঢলে ব্রম্মপুত্র নদের পানি উপচে লোকলয়ে পানি প্রবেশ করেছে। এতে প্রায় ৩০০ শত পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে সাহায্যে জিআরের চাল দেয়ার জন্য তালিকা করা হচ্ছে। আগামী দিন চাল দেয়া
হবে।

error: Content is protected !!