লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বনার্ঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, হিসাব রক্ষক কাম- ক্রেডিট সুপারভাইজার রৌমারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আনিচুর রহমান প্রধান, সুপারভাইজার, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প উপ-পরিচালক কুড়িগ্রাম এনামুল হক, সাংবাদিক মাসুদ পারভেজ রুবেল, সাংবাদিক আয়নাল হক, যুবমহিলা লীগের নেত্রী শেফালী ইসমাইল প্রমূখ।