রৌমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত 

লেখক: Champa Biswas
প্রকাশ: 12 months ago

লিটন সরকার,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ। নারী নির্যাতন বলতে নারীদের ওপর দৈহিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক যে কোনো ধরনের নিপীড়ন ও নির্যাতনকে বোঝায় ফ্রেন্ডশিপ সুশাসন প্রকল্প কতৃক আয়োজিত নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের বাইশ পারা চরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস২০২৩। এই দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আয়োজনে ফ্রেন্ডশিপ সুশাসন প্রকল্প রৌমারী. উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ আঞ্চলিক সমন্বয়কারী কে, এম সাইদুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক উজ্জ্বল দিও, সহকারি প্রকল্প ব্যবস্থাপক আহসান হাবীব,সুপারভাইজার আমির হামজা, সুপারভাইজার মোঃ সজিব খান, সুপারভাইজার এনামুল হক, সুপারভাইজার আবু হানিফা প্রমুখ।

error: Content is protected !!