অনলাইন ডেস্কঃ
শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার মহিলা ইউনিয়নের আলীখালীর ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৬ ব্লকের এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম আদিয়া খাতুন (২৩)। তিনি ওই ক্যাম্পের সমছু আলমের মেয়ে। এ তথ্যটি নিশ্চিত করেছেন আলীখালী-২৫নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নুরুল আমিন।
তিনি জানান, ক্যাম্পে একটি চায়ের দোকান রযেছে নূর কামালের। হঠাৎ করে দোকান থেকে সে ঘরে যান। পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে তার স্ত্রী আদিয়া খাতুনকে পেটের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন মো. নূর কামাল পালিয়ে যেতে দেখে তার ঘরে গেলে রক্তাক্ত অবস্থায় স্ত্রী আদিয়া খাতুনকে দেখতে পায়। পরে আহত অবস্থায় আদিয়াকে উদ্ধার করে রোহিঙ্গা শিবিরে আইআরসি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এম,এম,হোসেন নিউজবিডিজার্নালিস্ট২৪