রেলওয়ে স্টেশনের বেহাল রাস্তা মেরামত এবং যাত্রী নিরাপত্তা ও হকার উচ্ছেদের প্রতিবাদে ডেপুটেশন যুব তৃনমূল দলের 

লেখক: Champa Biswas
প্রকাশ: 9 months ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদহ থেকে ডায়মন্ডহারবার রেলওয়ে শাখার দেউলা রেলওয়ে স্টেশন লাগোয়া রাস্তাটি বেহাল হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে।

সেই সঙ্গে Efforts স্টেশনে আগত মহিলা যাত্রীদের শৌচাগার এবং যাত্রীদের বসার ভালো ব্যাবস্থা করা এবং হকারদের স্হায়ী ভাবে ব্যাবসা করার এবং তাদের কে হয়রানি করা বন্ধ করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের পক্ষে হতে।

আজ সাতসকালে মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পুরত কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা এবং উস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা র নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এবং হকের দাবি এবং নিত্যদিনের যাত্রীদের বসার ব্যবস্থা গ্রহণ এবং শুলভ শৌচাগার ব্যবহার করতে দেওয়া ও স্টেশন লাগোয়া রাস্তাটি মেরামত করার দাবি জানান। এবং দেউলা রেলওয়ে স্টেশন ম্যানেজার কে সকল দাবি পেশ করা হয়। এবং দেউলা রেলওয়ে স্টেশন ম্যানেজার বিষয়টি নিয়ে শিয়ালদহ ডি আর এম কে জানাবেন বলে জানান।

অবশেষে মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের পক্ষে থেকে দেউলা রেলওয়ে স্টেশন ম্যানেজার কে ফুলের তোড়া দিয়ে সম্মান প্রদর্শন করে বিক্ষোভকারীরা।

আজকের এই বিক্ষোভ প্রদর্শন মিছিলে অংশ নেন দেউলা রেলওয়ে স্টেশন থেকে উস্তি এবং দেউলা রেলওয়ে স্টেশন থেকে ঘটক পুকুর মোড় ভ্যান রিক্সা ও টোটো ও অটো রিক্সা ইউনিয়নের সভাপতি ময়মুর হোসেন লস্কর সহ অন্যান্য উস্তি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এবং উস্তি গ্রাম পঞ্চায়েতের তৃনমূল দলের নেতা এবং কর্মীরা।

error: Content is protected !!