রূপসায় মারামারিকে কেন্দ্র করে থানায় অভিযোগ

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

স্টাফ রিপোর্টারঃ

রূপসা উপজেলার বাগমারা উত্তর পাড়ায় গত ১১ সেক্টেম্বর সোমবার বিকাল ৫ টার সময় মুন্নি বেগম (৩৪) এর ছেলে মোঃ গোলাম রসুল(১২) একই গ্রামের জোসনা বেগম (৪০) এর বোনের ছেলে কালাচান(১৪) একই সাথে খেলাধুলা করছিল, হঠাৎ গোসল করা নিয়ে দুই জনের মধ্যে মারামারি হয়। এই মারামারি কে কেন্দ্র করে জোসনা বেগম, অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং মুন্নি বেগমের ছেলে মোঃ গোলাম রসুলকে বেধড়ক মারপিট করতে থাকে। গালাগালি ও মামামারি শুনে মুন্নি বেগম ঘটনা স্থলে আসলে জোসনা বেগম তার উপর চড়াউ হয়ে মুন্নি বেগমকে মারপিট করতে থাকে, একপর্যায়ে দুইজনের মারামারিতে জোসনা বেগম পুকুর পাড়ে স্লিপ করে নিচে পড়ে গিয়ে বুকে আঘাত প্রাপ্ত হয়।

পরবর্তীতে শহিদ গাজী (৫০) ও শরিফা বেগম (২৫), দৌড়ে আসে এবং শহিদ গাজী মুন্নি বেগম কে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার গলায় থাকা ০৪ আনা ওজনের সোনার চেইন নিয়ে নেয় এবং মারধোর করা সহ শরিরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়ার চেষ্টা করলে মুন্নির স্বামী আজিজুল ইসলাম (৪০) এসে ঠেকাইয়া দেয়াতে কোনমতে রক্ষা পায়। ইতিমধ্যে মুন্নি বেগমের বড় ছেলে ইয়াছিন আরাফাত (১৭) কোচিং থেকে তার নানা হালিম শেখ (৬৪) সাথে বাড়ি আসার সময় সময় শরিফা বেগম (২৫), জামার কলার ধরে ইট দিয়ে মারতে গেলে আশেপাশে লোকজন তাদের কে বাসার ভিতর নিয়ে আটকিয়ে রাখে।ইয়াছিন আরাফাতের (১৭) কাছে থাকা স্মার্ট আইটেল মোবাইল ফোনটি নিয়ে নেয় এবং বেধড়ক মারধোর করে নিলাফোলা যখম করে।পরবর্তীতে রূপসা ফাড়ি থেকে পুলিশ এসে উদ্ধার করে। তারা বিভিন্ন সময় মুন্নি বেগম এর পরিবার কে প্রান নাশের হুমকী প্রদান করছে। এ ব্যাপরে ১২ সেক্টেম্বর মুন্নি বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

error: Content is protected !!