স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ ২ বছর মোবাইলে সম্পর্ক। ছেলের বাড়ী বাংলাদেশের রূপসা উপজেলায়।ছেলেটি মুসলিম। মেয়ের বাড়ী ভারতে সে স্বনাতন ধর্মের অনুসারি, বিবাহিত এবং ১ সন্তানের জননী। মেয়েটি তার পরেও প্রেমের উপর আস্তা রেখে গত ২ মাস আগে সব কিছু ত্যাগ করে বাংলাদেশে ছেলের বাড়ীতে এসেছিল বিয়ের জন্য।
সেই সময় ছেলের বাড়ীতে মেনে না নেয়ার কারনে মেয়েটিকে ফিরে যেতে হয় তার নিজ দেশে।দেশে গিয়ে মেয়েটি সামাজিক যোগাযোগ মাধ্যম মোবাইলে পুনরায় যোগাযোগ করে ছেলেটির সাথে সেই সময় ভিডিও কলে ভারতে থেকে ছেলেটি কে সামনে মৌলবি ডেকে কলমা পড়ে মুসলিম হয়। সে মুসলিম হওয়ার দৃশ্য মোবাইলে সেভ করে রাখে মেয়েটি।
মুসলিম হয়ে পুনরায় গত ১৪ আগষ্ট পাসপোর্ট এবং ভিসার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। ছেলেটি তার কথা মত মেয়েটির সাথে দেখা না করায় মেয়েটি বাধ্য হয়েই খুলনা জেলা রুপসা থানার আশ্রয় গ্রহন করে।থানা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সমঝোতার মাধ্যমে তাদের কে মুসলিম আইনে বিবাহ সম্পন্ন করা হয় ১৭ আগষ্ট বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে বসে। মেয়েটির বর্তমান নাম জান্নাতুল মিম। ছেলের নাম মিরাজ।