স্টাফ রিপোর্টার:
রূপসার ৫নং ঘাটভোগ ইউনিয়নের ২নং ওয়ার্ড ছোট জিলা মোহাম্মদ রফিক শেখ এর ছেলে আবু মুসা (২২) 'ফেসবুকে' একটি ভিডিও আপলোড করে এবং একই গ্রামের রউফ শেখ এর ছেলে আরাফাত শেখ (২২) ওই ভিডিওতে বাজে কমেন্টস করে, উক্ত কমেন্ট কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়।
যার পরিপ্রেক্ষিতে রফিক শেখ এর স্ত্রী শাহীনারা বেগম (৫০) ৯/০৭/২৩ তাং রূপসা থানায় একটি সাধারন অভিযোগ দেন।একই ঘটনাকে কেন্দ্র করে ১৯/৭/২৩ সন্ধ্যা ৭টা নাগাদ ছোট জিলা সেলিম এর দোকানের সামনে দুই 'গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হওয়ার এক পর্যায়ে দ্বিতীয় পক্ষ মারুফ শেখ(৩০)- পিতা অজেদ সেখ, আবু হারাই শেখ(২২)-পিতা মারুফ শেখ, আরাফাত শেখ(২৩)-পিতা রউফ শেখ, শাকিল শেখ(২৩)-পিতা আলামিন শেখ, আবু হুরায় শেখ- পিতা মিজান শেখ, "রাম-দা" লাঠি সোটা সহ প্রথম পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি ভাবে কোপ এবং লাঠি দিয়ে আঘাত শুরু করে। এ সময় রফিক শেখ(৬০), সেলিম শেখ(৩৭), বাপ্পি শেখ(২৬) গুরুতর জখম হন এবং আবু মুসা শেখ লাঠির আঘাতে আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন দ্বিতীয় পক্ষের একজন রউফ শেখ স্ত্রী 'কুট্টি বেগম' অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন।
পুটিমারি পুলিশ ক্যাম্প আইসি বাবলা দাস ঘটনা তদন্ত-পূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।