“বাংলা মা”
রাশেদ রেজাঃ
স্বাধীনতা তুমি কি একটি বিজয় সাফল্য গাথা দেশ বাংলাদেশের নাম!
স্বাধীনতা তুমি কি একটি রক্তে রঞ্জিত এক টুকরো মাটির অস্তিত্বের সম্মান!
স্বাধীনতা তুমি কি একটি নতুন দিগন্তকে ছুয়ে ফেলা রক্তিম সূর্য!
স্বাধীনতা তুমি কি একটি নবচেতনায় উদ্বেলিত উৎকণ্ঠিত স্বপ্ন ইতিহাস!
স্বাধীনতা তুমি কি একটি মুক্তির সাদ নিয়া হাজার বছরের উপেক্ষিত জাতি!
স্বাধীনতা তুমি কি একটি রাখাল বালকের বারেক ফেরা কন্ঠে মুক্তির গান!
স্বাধীনতা তুমি কি একটি বিস্তীর্ণভূমিতে শত কষ্টে অর্জিত সোনালী ফসল!
স্বাধীনতা তুমি কি একটি মুক্তমনে ধর্ম বর্ণ নির্বিশেষে উচ্ছ্বাসিত মিছিল!
স্বাধীনতা তুমি কি একটি ঐক্যবদ্ধ অর্থনীতি মুক্তির স্বাদে অমৃত স্বপন!
স্বাধীনতা তুমি কি একটি সকল অপশক্তির বিরুদ্ধে মুক্তির স্লোগান!
স্বাধীনতা তুমি কি একটি মুখোশধারী অবায়কের উন্মোচনের গীতিকাব্য!
স্বাধীনতা তুমি কি একটি মাতৃভূমিকে শত্রু মুক্ত করবার বারবার বিপ্লবি হাতিয়ার!