মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহী:
বর্তমান সময়ে দিনদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।আজ বুধবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডা. তানজিলুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আইয়ুব আলী ও একই উপজেলার রহনপুর পৌরসভার আলীনগর মহল্লার সৈকত। আইয়ুব আলী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ও সৈকত বুধবার ভোর সোয়া ৪টার দিকে মারা যান। সৈকত (১৮) হাসপাতালে ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।ডা. তানজিমুল বারি বলেন, সোমবার রাতে আইয়ুব আলী হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। গত শনিবার ডেঙ্গু জ্বর নিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে সৈকতকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে রাতে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে তাকে রামেক হাসপাতালে রেফাড করা হয়।
এদিকে, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে আরও ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে সেখানে ৮০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৪০ জন স্থানীয়ভাবে আক্রান্ত।