রামপালে বিলুপ্ত প্রাণী তক্ষকসহ গ্রেফতার-৪

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে বিলুপ্ত প্রাণী তক্ষকসহ চার জনকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ।

৩০ মে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় রামপাল থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার রাজনগর ইউনিয়নের বুঝবুনিয়া গ্রামের সার্বজনীন দূর্গা মন্দিরের সামনে থেকে তক্ষকসহ চার জনকে গ্রেফতার করে।

আটকৃতরা হলেন, রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র মোঃ আবু হানিফ (৪৫), একই উপজেলার নেহালপুর কালিবাড়ী গ্রামের মোঃ হোসেন শেখ’র পুত্র মোঃ সাগর শেখ (২৫), দাকোপ উপজেলার আচাঁভুয়া গ্রামের মৃত বিভাষ চন্দ্র মন্ডল’র পুত্র দেবাশীষ মন্ডল(৪৩), গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার লোহাচরা গ্রামের মোঃ মিরাজুল ইসলাম’র পুত্র মহিদুল ইসলাম(৩৫)।

রামপাল থানা সূত্রে জানা গেছে যে, পুলিশ গোপন সূত্রে খবর পায় বুঝবুনিয়া মন্দিরের সামনে তক্ষক বেচা-কেনা হচ্ছে। এ খবরের ভিত্তিতে এসআই খন্দকার আব্দুল মবিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীদের আটক করে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান, বিলুপ্ত প্রজাতির ১৫ ইঞ্চি লম্বা একটি তক্ষকসহ চারজনকে রামপাল থানা পুলিশ গ্রেফতার করেছে। আসামী চারজন বিরুদ্ধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

error: Content is protected !!