রামনগর ইউনিয়ন পরিষদ হলরুমে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমম্বয সভা অনুষ্ঠিত 

লেখক: Rakib hossain
প্রকাশ: 4 months ago

স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদ হলরুমে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। রামনগর ইউনিয়ন’র ইউপি সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ডেপুটি ম্যানেজার ফাতেমা খাতুন, ইউপি সচিব মিজানুর রহমান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য, মোসলেম উদ্দিন মনু, শরিফুল ইসলাম মিন্টু,  ইসলাম, গাজী রিয়াজউদ্দিন, মারুফ হোসেন তরু, রাশেদ হোসেন, রামপ্রসাদ, মেহেদী হাসান, জাহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম, নাছরিন সুলতানা, সতীঘাটা  মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জাকির হোসেন, কামালপুর খরিচাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, কাজী কামাল হোসেন, জসীমউদ্দীনসহ গ্রাম পুলিশ। সভায় ইউপি সচিব মিজানুর রহমান বক্তব্য বলেন বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি বিবাহ রেজিস্ট্রি অনলাইন সিস্টেম করলে বাল্যবিবাহ বন্ধ হবে বলে মনে করেন।
error: Content is protected !!