রামনগর ইউনিয়ন পরিষদে দলিত নারীর আর্থ সামাজিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা
লেখক:
Rakib hossain প্রকাশ: 4 months ago
স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদ হলরুমে শাশ্বতী দলিত নারীর আর্থ সামাজিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার ১১ টার সময় ইইউনিয়ন পরিষদ হলরুম এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাশ্বতী দলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি পূর্ণিমা দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নির্বাহী পরিচালক আয়না মতি বিশ্বাস, হিসাব রক্ষক সমূয়েল বিশ্বাস।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, সচিব মিজানুর রহমান, ইউপি সদস্য মোসলেম উদ্দিন মনু, রফিকুল ইসলাম, রাশেদ হোসেন, মেহেদী হাসান, জাহিদুল ইসলামসহ উক্ত সংগঠনের নারী সদস্যবৃন্দ। মতবিনিময় সভা অনুষ্ঠানে নির্বাহী পরিচালক আয়না মতি বিশ্বাস বলেন, মানবাধিকার সুরক্ষা ও সহায়তা মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দরিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব। তিনি আরও বলেন, দলিত ও বঞ্চিত নারীদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক শিক্ষা সম্পর্কে সচেতনা বৃদ্ধি করা এবং লক্ষিত জনগোষ্ঠীর কর্ম দক্ষতা ও আয় বৃদ্ধি করা।
সংগঠনের সংস্কার পূর্ণ গঠন, সক্ষমতা বৃদ্ধি, কাজের মান উন্নয়ন ও স্থানীয় সরকারের সাথে সম্পর্ক শক্তিশালী করুন। এবং দরিদ্র জনগণের নাগরিক অধিকার সমূহ আদায়ের জন্য আমলাতান্ত্রিক জটিলতা রোধ করে সহজে সিদ্ধান্ত পাওয়ার পথ সুগম করা।