মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ
যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা দলের কর্মী সভা ও আঞ্চলিক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ শে ডিসেম্বর) বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ড মহিলা দলের এই কর্মী সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নারী ও শিশু বিষয়ক সম্পাদক জাহানারা বেগম এর সভাপতিত্বে এবং মাসুদুর রহমান শামীম"র সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ।
বিশেষ অতিথি বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন, শাহানারা বেগম । অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ০৫ ওয়ার্ড মহিলা দলের নেত্রী আসমা বেগম, ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তাছলিমা খাতুন, কোহিনুর খাতুন, শারমিন আক্তার, ঝুমুর খাতুন ও খুশি খাতুন।
সভায় আরও বক্তব্য দেন, রামনগর ইউনিয়নের বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মারফ হোসেন যুগ্ম সম্পাদক মিজানুর রহমান বাবলু মোসলেম উদ্দিন, সিরাজ মোল্লা, সদস্য সচিব রাজু আহমেদ, ৬ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেনসহ মহিলা দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।