নিজস্ব প্রতিবেদকঃ
দেশের সবচেয়ে বড় মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আকিজ গ্রুপের ব্যবস্থাপনায় যশোর সদর উপজেলার পুলেরহাট আদ দীন সখিনা মেডিকেল কলেজ মাঠে।
১,২ ও ৩ জানুয়ারী এই তিন দিনের বিশাল মাহফিলে তিন কোটি টাকা ব্যায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আরও জানা গেছে কয়েক বিঘা জমিতে ১৫ লক্ষ মানুষের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে।
এই মাহফিলে প্রথম দিনে তাফসির পেশ করেন আল্লামা মামুনুল হক, এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এবং দুই তারিখ বৃহস্পতিবার তাফসির করবেন মুফতি আমীর হামজা এবং মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং তৃতীয় দিন শুক্রবারে তাফসির করেবেন শাইখ আহমাদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারী। এছাড়াও মাহফিলে প্রতিদিন দেশ বরেণ্য ইসলামী শিল্পীরা ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।
উল্লেখ্য প্রতিবছর আকিজ গ্রুপের ব্যবস্থাপনায় যশোর জেলা নওয়াপাড়া ফুলতলা এলাকায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। ওই এলাকায় জায়গা বেশি না থাকায় মাহফিল টি এবার যশোর পুলেরহাট আদ দীন সখিনা মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে।অত্র মাহফিল টি উপস্থাপনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সঙ্গীত শিল্পী নাট্যকার কবির বিন সামাদ।