রাতের নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনটি টহলদারি যান পথে নামালেন বারুইপুর জেলা পুলিশ

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

গতকাল রাত থেকে গভীর সুন্দর বন এলাকা এবং বারুইপুর জেলা জুড়ে অপরাধ দমন এবং কড়া চেকিং ব্যাবস্থা জোরদার করতে তিনটি নজরদারি পেট্রোল কার রাস্তায় নামালেন। কারণ বারুইপুর জেলা পুলিশের অধীনে অনেকটাই গভীর সুন্দর বন এলাকা, সেই সঙ্গে যুক্ত করা হয়েছে গ্রেটার কলকাতার নতুন এলাকা। এই এলাকায় রয়েছে পশ্চিম বাংলা সরকারের বহু গুরুত্বপূর্ণ বিভাগ। এবং বহু কলেজ ও বিশ্ব বিদ্যালয় ও উচ্ছ মাধ্যমিক ও অন্যান্য বিদ্যালয়। সেই সঙ্গে যুক্ত করা হয়েছে বারুইপুর জেলা আদালত ও বারুইপুর মহাকুমা ও ক্যানিং মহাকুমা থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত জয়নগরের মোয়া বিখ্যাত জয়নগর।

বারুইপুর জেলা সাথে সরাসরি সম্প্রচার করা হয়েছে কলকাতা যাওয়ার মাধ্যম। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর। রয়েছে রেলওয়ে জংশন। তাই নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে তিনটি পেট্রোল কার পথে নামিয়েছেন জেলা পুলিশ। রাতে ও দিনে যাতে কোন দুর্ঘটনা না ঘটে এবং চুরি এবং ডাকাতি ও ছিনতাই সেই সঙ্গে মাদক দ্রব্য প্রচার রুখতে এই ব্যবস্থা বলে জানান বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর জেলা পুলিশ সুপার ছাড়া ডি পি বারুইপুর জেলা পুলিশ সুপার এবং ডি এস পি মাসুদ হাসান ও বারুইপুর জেলা পুলিশের ট্রাফিক আই সি এবং দক্ষ পুলিশ অফিসার ইনচার্জ কালেক জামান সহ অন্যান্য বারুইপুর জেলা পুলিশের অফিসাররা।

error: Content is protected !!