রাতের জনপদে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পথে নেমেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ 

লেখক: Champa Biswas
প্রকাশ: 3 months ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

আর জি কর হাসপাতালে র ঘটনার পর তৎপরতা শুরু করেছে পশ্চিম বাংলা ও কলকাতা পুলিশ। ইতিমধ্যেই পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় রাতের অন্ধকারে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় নেমেছে প্রমিলা পুলিশ বাহিনী।

গত কয়েক দিন ধরে পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় জাতীয় সড়ক ও জনপথ এলাকায় টহলদারি চলছে পশ্চিম বাংলা ও কলকাতা পুলিশের মহিলা পুলিশ শাখা।গত দুই দিন হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান শুরু করে দিয়েছে প্রমিলা পুলিশ বাহিনী।

সুন্দর বন জেলা পুলিশ এবং বারুইপুর জেলা পুলিশ ও ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এদিন ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানা এলাকায় টহলদারি জোতদার করেছেন। ইতিমধ্যেই বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস এবং সুন্দর বন জেলা পুলিশ সুপার এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস তার জেলা পুলিশ কে রাতের অন্ধকারে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে টহলদারি জোতদার করেছেন।

ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে মগরাহাট থানা ও উস্তি থানা ও বিষ্ণুপুর বজবজ থেকে শুরু করে ডায়মন্ড হারবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে সাহায্য করছে। মগরাহাট থানা ও উস্তি থানার সার্কেল চীফ অফিসার ইনচার্জ শ্রী রাজু সানোকার ও উস্তি থানার ওসি মো আসাদুল সেখ, ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ সুপার মহম্মদ সাকিব সাহেব ও ডায়মন্ড হারবার থানার পি সি অফিসার ইনচার্জ মিহির বাবু ও সুন্দর বন বিভাগের ডি এস পি সুবির বাগ সহ অন্যান্য জেলা পুলিশের ওসিরা এগিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে মহিলাদের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে।

কোথাও কোথাও তারা পথচারী মহিলা ও ট্রেন এবং বাস ও যানবাহন চলাচল কারী মানুষের কাছে কোন সমস্যা হচ্ছে কি না তার খবর নিশ্চিত করেছেন। পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জেলায় জেলায় প্রমিলা পুলিশ বাহিনী সদস্যদের নিয়ে আলোচনা করছেন উচ্চ পদস্থ কর্মকর্তা।

কোন ভাবেই রাতের অন্ধকারে কোন মহিলা হেনস্থা না হয় তার নিশ্চিত করতে। কারণ কলকাতার আর জি কর হাসপাতালে র ঘটনায় সারা বিশ্বের কাছে ভারতের পশ্চিমবঙ্গের মান অনেকটাই হেঁট হয়েছে। যাতে করে এমন ঘটনা র পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে চায় পশ্চিম বাংলা সরকার।

error: Content is protected !!