মোঃমাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা আনোয়ারা ফহিম জিয়াউদ্দিন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দেওয়াল সহ গুরুত্বপূর্ণ স্থানের সড়ক ও দেয়ালে গ্রাফিতির কাজ করছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলা ঘুরে এমন চিত্র দেখা যায়। এ সময় সকাল থেকে তারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল আর গুরুত্বপূর্ণ সড়ক সমূহে মনের মাধুরী মিশিয়ে গ্রাফিতি করেন।
গ্রাফিতি অংশ নেওয়া শিক্ষার্থীর সাথে কথা বললে তারা বলেন , এই আন্দোলন আমাদের একত্রিত করতে শিখিয়েছে। ভবিষ্যতে দেশের যে কোন সংকটময় মূহুর্তে আমরা শিক্ষার্থীরা এক হয়ে দেশের স্বার্থে কাজ করতে পারব বলে আমার বিশ্বাস।
বিজয়ের আনন্দ দেশব্যাপি ছড়িয়ে দিতে আমরা দেয়াল লিখনের কাজ হাতে নিয়েছি। দেশকে আজ নতুন করে সাজানোর সময়। এখন আমরা স্বাধীন। দেশের জন্য যেসব ভাই ও বনেরা নিজের জীবন দিয়েছেন আমরা কখনো ভুলব না। তাদের আত্মত্যাগের কথা স্বার্ণাক্ষরে লেখা থাকবে।