রাজশাহীতে বাসচা,পায় এক‌ই পরিবারের নিহ’ত ৩

লেখক: Rakib hossain
প্রকাশ: 6 hours ago

মুন্না ইসলাম আগুন (রাজশাহী):

রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন। শনিবার দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া উপজেলঅর শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। বাড়ি পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামে।

নিহতদের মধ্যে হানিফ ব্যবসায়ী। আর তার স্ত্রী ফাতেমা খাতুন রাজশাহী সরকারি মহিলা কলেজে অনার্সের এবং যুথি পালোপাড়া স্কুলের নবম শ্রেনীর ছাত্রী। কেনাকাটা করে রাজশাহী শহর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসাইন জানান, দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। একই মোটরসাইকেলে চেপে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। শিবপুরে নাটোরের দিক থেকে রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুরুত্বর আহত হন।

পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান। আর ফাতেমাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৪টার দিকে ফাতেমাও মারা যান।

এসআই ফিরোজ হোসাইন বলেন, চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!