রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

অনলাইন ডেস্কঃ

রাজধানীতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সেমাবার বিকেল ৬টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ।

আজ সেমাবার বিকেল ৬টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী বলছে, আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।

এর আগে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। সে সময় সার্চ ইঞ্জিন গুগলের তথ্যে জানা যায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক২
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে।

সি বিশ্বাষ/নিউজবিডিজার্নালিস্ট২৪

error: Content is protected !!