অনলাইন ডেস্কঃ
রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে ভোর ৪টার দিকে প্রথম ইউনিট আসে। এরপর আরও ৯টি ইউনিট এসেছে। ফায়ার সার্ভিসের মোট ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয়রা জানিয়েছেন, পাশের একটি ছোট মিষ্টির দোকানে শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে পুরো মার্কেটে ছড়িয়ে পড়েছে।
মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, আগুনের সূত্রপাতের দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, উৎসুক জনতার জন্য আগুন নেভানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
এম,এম,হোসেন নিউজবিডিজার্নালিস্ট২৪