রাজধানীতে হিজড়া সেজে চিকিৎসা নিয়ে ডাক্তারের মোবাইল চুরি

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

ডেস্ক রিপোর্টঃ

হিজড়া সেজে রাজধানীর মিরপুরের একটি হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা নিয়ে ডাক্তারের মোবাইল চুরি করে পালিয়েছেন শাহিন নামে এক ব্যক্তি। পরে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। শনিবার ১৫ই জুলাই সন্ধ্যায় পল্লবীর ১১ নম্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন ঝালকাঠি জেলার নলছিটি থানার বিটনা গ্রামের আবদুল মালেক গাজীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, শাহিন হিজড়া সেজে ঘুরলেও আসলে তিনি হিজড়া নন। তিনি একজন পুরুষ। চুরির সুবিধার্থে তিনি হিজড়া সেজে ঘুরেন। গতকাল অসুস্থতার ভান করে হিজড়া সেজে কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান। আর্থিকভাবে অসচ্ছল ও হিজড়া দেখে চিকিৎসক তাকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেন।

চিকিৎসা শেষে শাহিন চলে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ তারিফুল ইসলাম দেখেন তার মোবাইল নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন হিজড়া সেজে চিকিৎসা নিতে আসা শাহিন তার মোবাইল নিয়ে পালিয়ে গেছেন।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বলেন শাহীন আসলে হিজড়া নন। তিনি মূলত হিজড়া সেজে এসব অপকর্ম করেন। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সি.বিশ্বাস/নিউজবিডিজার্নালিস্ট ২৪ 

error: Content is protected !!