রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষকে ৭২ ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

লেখক: Champa Biswas
প্রকাশ: 3 months ago

আল ইমরান,নিজস্ব প্রতিবেদকঃ

অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে রাজগঞ্জ ডিগ্রী কলেজে অধ্যক্ষ আব্দুল লতিফের পদত্যাগ দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ কর্মসূচী পালিত হয়েছে।

এসময় বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষে পদ থেকে পদত্যাগের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন।

২৫ আগষ্ট রোববার রাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রধান ফটকে অবস্থান করে ও রাজগঞ্জ চৌরাস্তা সড়কের প্রেসক্লাবের সামনে সড়কে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। এসময় সড়কের উপর দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হলে চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।

এরপর সাধারণ শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে ঘন্টা ব্যাপী আলোচনা হয়। এতে শিক্ষার্থী কলেজ অধ্যক্ষ আব্দুল লতিফের নানা অনিয়ম দুর্নীতি ফিরিস্তি তুলে বক্তব্য রাখেন।

ছাত্রদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে অধ্যক্ষ আব্দুল লতিফের পদত্যাগের ব্যাপারে পূর্ণ সমর্থন জানান উপস্থিত সাধারণ এলাকাবাসী।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষ আব্দুল লতিফের পদত্যাগের জন্য ৭২ ঘন্টা সময়সীমা বেধে দেন এবং উক্ত সময়সীমার মধ্যেই অধ্যক্ষ আব্দুল লতিফ স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরও দুর্বার কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজগঞ্জ ডিগ্রী কলেজের সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন ও অনেকে বক্তব্য রাখেন।

error: Content is protected !!