রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগ চেয়ে নির্বাহী অফিসারের নিকট আবেদন

লেখক:
প্রকাশ: 3 months ago

মোঃ আল ইমরান, (রাজগঞ্জ) মণিরামপুর, যশোর:

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার পদত্যাগ দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। এসময় বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন গত ২৫শে আগষ্ট।

নির্দিষ্ট ৭২ ঘন্টা পার হলেও কোন ইতিবাচক সাড়া না পেয়ে আজ ২৮ আগষ্ট পুনরায় অধ্যক্ষ আব্দুল লতিফের পদত্যাগ দাবিতে বৈষম্য বিরোধ ছাত্রদের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। এসময় ছাত্র ছাত্রীরা অভিযোগ করেন, সব কলেজের মাসিক ফি ছিলো ৫০ টাকা হলেও রাজগঞ্জ ডিগ্রি কলেজে নেওয়া হয়েছে ১৫০টাকা, কলেজের অস্থায়ী মসজিদ ভেঙ্গে পার্কিং করেছে সে ইসলাম বিরোধী, কলেজের দারোয়ান স্বতো কে জন সম্মুখে ব্যাপক প্রহার ও নির্যাতন করা হয়েছে, রাজগঞ্জ বাজারে কোর্টের রায় উপেক্ষা করে অর্ধ শতাধিক দোকান ভেঙ্গে দিয়ে কিছু গরীব ও অসহায় মানুষের রুটি রুজির উপর হাত দিয়েছে এই অধ্যক্ষ, রাজগঞ্জ বাজারের সংখ্যালঘু সনাতন সমাজের দোকানদার হাসুকে জনসম্মুখে প্রহার ও নির্যাতনকারী এই মাস্তান উগ্রসন্ত্রাসী অধ্যক্ষের পদত্যাগ চাই।

আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে বিগত মুজিব বর্ষে রাজগঞ্জ বাজারের অধিকাংশ দোকানদারদের কাছ থেকে জোর পূর্বক মোটা অংকের চাঁদা আদায়, রাজগঞ্জ বাজারে প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে একজন অসহায় ও দরিদ্র নারী মাজেদা এবং তার বোন মুক কে প্রহার ও নির্যাতন করেছিলেন এই অধ্যক্ষ, রাজগঞ্জ বাজারে মুজিবের মোরাল এবং অডিটোরিয়াম তৈরিতে অতিরিক্ত বাজেট দেখিয়ে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছেন, রাজগঞ্জ হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি থাকাকালীন স্কুলের পুরাতন বিল্ডিং এর ইট রড আসবাব সহ বিভিন্ন সামগ্রী বিক্রির টাকা আত্মসাৎ, স্কুলের মাঠে মাটি ভর্তির সময় অল্প মাটি ফেলে হিসাবে গরমিল দেখিয়ে অর্থ আত্মসাৎ, স্কুলের পার্কের নামের অর্থ বরাদ্দ করে নিজে সেই রাষ্ট্রীয় অর্থ হজমকরা, স্কুলের পাশে বাঁওড়ের ধারদিয়ে বাধ কাম সিড়ির প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ সহ রাজগঞ্জ বাজারের বয়োজেষ্ঠ নাগরিক নুরুল হকের মার্কেটে লুটপাট করে প্রায় কোটি টাকা আত্মসাৎ এবং কোর্টের রায় উপেক্ষা করে মার্কেট ভবন ভেঙ্গে সেখানে দলীয় অফিস নির্মান এবং বাকী যায়গায় হকারদের নামে বরাদ্দ দিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ কারী এই লুটপাটকারী এবং নাশকতাকারী অধ্যক্ষের পদত্যাগ চেয়ে মনিরামপুর নির্বাহী অফিসারের নিকট শত শত ছাত্র ছাত্রী অভিযোগ প্রদান করেন।

error: Content is protected !!