এস এম রবিউল ইসলাম, রাজগঞ্জ।। মনিরামপুরের রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের হলরুমে দারিদ্র মহিলাদের কর্মসংস্থান সহায়তা প্রকল্পের-২ এর উদ্যোগে স্কুলগামী শিক্ষার্থীদের বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, সামাজিক নিরাপত্তা ও আইন বিষয়ক কর্মশালা,সেনেটিশন উপকার বিতরন, উক্ত প্রকল্পের অন্তর্ভুক্ত থাকা পাঁচজন এ প্লাস প্রাপ্ত ছাত্রীদের শুভেচ্ছা ক্রেস্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
২০শে সেপ্টেম্বর সকাল ১১ টায় আলোচনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ । উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা বিজন কুমার প্রামানিক, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক- শিক্ষিকা , কর্মচারী ও স্কুলের ১০০ জন শিক্ষার্থী। অনুষ্ঠানে রাজগঞ্জ বালিকা বিদ্যাপিঠের ১০০জন শিক্ষার্থীকে সেনিটেশন উপকরণ বিতরন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মাহাবুবুর রশীদ।