প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৭:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৪, ১২:১২ পূর্বাহ্ণ
রাজগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের কাগজের সাংবাদিকের পরিবারের উপর হামলা, আহত-৪
রাজগঞ্জ অফিস : মনিরামপুর উপজেলার হানুয়ার কোমলপুর গ্রামের সাংবাদিক অমরেশ বিশ্বাস এর পরিবারের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। অমরেশ বিশ্বাস দৈনিক গ্রামের কাগজ পত্রিকার ঝাঁপা প্রতিনিধি।
জানা যায় যে, হানুয়ার কোমলপুর সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের কমিটি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ৯ নং ঝাঁপা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব শামসুল হক মন্টুর উপস্থিতিতে সবাই মীমাংসার জন্য একত্রিত হলে হঠাৎ করে, মারপিট শুরু হয়, তাৎক্ষণিক সাংবাদিক অমরেশ তার মুঠোফোনে ভিডিও ধারণ করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত ০২ রা এপ্রিল সকালে বাড়িতে এসে একই গ্রামের মনোতোষ রায়,,প্রভাস বিশ্বাস, নীল কুমার, সমীর বিশ্বাস, দিপু বৈদ্য, বনমালী, সহ আরো পাঁচ থেকে সাত জন এসে প্রথমে সাংবাদিক অমরেশ বিশ্বাস এর উপর অতর্কিত হামলা চালাই। তখন তার বাবা, ছোট ভাই এবং মা ঠেকাইতে আসিলে তারাও মারপিটের শিকার হন।
উক্ত মারামারির ঘটনায় এছাড়াও মঙ্গল রায় নামে একজন গুরুতর আহত হয়। তাকে তাৎক্ষণিক মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ সশ্যা জেনারেল হাসপাতালে রেফার করা করেন।
এই মারপিটের ঘটনা বিষয়ে জনতে চাইলে ৯ নং ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, উক্ত ঘটনাটি আমার সামনে ঘটেছে। আগামী শুক্রবার উভয় পক্ষকে মিমাংসা করার জন্য ডাকা হয়েছে। সাংবাদিক এর উপর হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রোকিবুজ্জামান জানান ,মারামারির ঘটনাটি আমি শুনেছি, বিষয়টা আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com