মোঃ ইউনুছ আলী (রাজগঞ্জ) :- মনিরামপুর উপজেলা রাজগঞ্জ(মোবারকপুর)গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রাতে বিচুলি গাদায় আগুন ধরিয়ে একটি পরিবারকে পুড়িয়ে নিশ্চিন্ন করার অভিযোগ উঠেছে। সরে জমিনে জানা যায়, যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের পরিবারের সাথে একই গ্রামের মৃত জবেদালী গাজীর ছেলে আব্দুল মান্নান গাজীর পরিবারের দীর্ঘদিন দ্বন্দ চলে আসছে। সেই সুত্র ধরে গত ৩ জুন রাত নয়টার দিকে মান্নানের পরিবারের লোকজন এসে মৃত আতিয়ারের বাড়ির বিচুলির গাদায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন চিৎকার দিলে পাশের লোকজন এসে আগুন নিভাতে সক্ষম হয়। এ বিষয়ে মৃত আতিয়ারের স্ত্রী রুমিচা খাতুন বলেন, মান্নানের পরিবার আমাদের সাথে দীর্ঘদিন শত্রুতা করে আসছে। আমার বিবাহিত মেয়েকে উত্তাক্ত করা ও আমাদের কাছ থেকে টাকা নিয়ে না দেওয়া, রাতে দিনে অনাধিকার পরিবেশে বাড়িতে ঢুকে ক্ষতি সাধন করার মত একাধিক ঘটনা ঘটিয়ে চলেছে তারা। এ সকল ঘটনায় মান্নান সহ তার ছেলে ফারুখ ও তার স্তীর নামে মামলাও করা হয়েছে। যার কারনে ওই পরিবার আমাদের সাথে শত্রুতা করে আসছে। তিন বছর পূর্বে প্রতিবেশি শহিদুলের দায়ের করা মামলায় গত রবিবার আদালত মান্নানকে এক বছরের কারাদ্ন্ড প্রদান করেছেন বলে মামলার বাদী শহিদুল ইসলাম প্রতিনিধিকে জানিয়েছেন। এ ঘটনায়ও মান্নানের পরিবার আমাদের দোষারোপ করছে। যার কারনে মান্নানের ছেলে ফারুখ ও তার স্তী শাহানারা বেগম ক্ষিপ্ত হয়ে ৩ জৃন রাত নয়টার দিকে আমার বাড়ির বিচুলির গাদায় আগুন ধরিয়ে দেয়। তিনি আরো জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। প্রতিবেশি মাহাবুরের স্ত্রী বলেন, বিচুলির গাদায় আগুন জ্বলতে দেখে আমরা সবাই দৌড়ে এসে পানি দিয়ে আগুন নিভাতে পেরেছি। বিষয়টি জানতে ফারুখের সাথে যোগাযোগের চেষ্টা করে তার ফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনসপেক্টর বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ করলে তদন্ত পূর্বক ব্যবস্তা গ্রহন করা হবে।