রাজগঞ্জে নিউজবিডি জার্নালিস্ট ২৪ এর প্রতিষ্ঠাবার্ষিকী ও দু’টি বইয়ের মোড়ক উন্মোচন
সোহেল রানাঃ স্টাফ রিপোর্টার:
যশোরের রাজগঞ্জে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজবিডি জার্নালিস্ট ২৪ এর তৃতীয় বছর পেরিয়ে চতুর্থ বছরে পদার্পণ ও নির্বাহী সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেনের দুইটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) দুপরে রাজগঞ্জ বাজারে মাজেদা সুপার মার্কেটের স্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে নিউজবিডি জার্নালিস্ট ২৪ এর সম্পাদক-প্রকাশক রাকিব রাফসানের সভাপতিত্বে এবং নিউজ বিডি জার্নালিস্ট২৪ এর নিজস্ব প্রতিবেদক এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থার মোঃ নুর ইসলাম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এস, এম স্বপন অধিকারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেশসেরা উদ্ভাবক মোঃ মিজানুর রহমান, সার্ক মানবাধিকার যশোর জেলার সাধারণ সম্পাদক জি এম ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক রিজাউল করিম রয়েল,ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক মন্টু, নিউজবিডি জার্নালিস্ট ২৪ এর ভ্রাম্মমাণ প্রতিনিধি এবং আন্ত সাংবাদিক ও মানবাধিকার কল্যান সংস্থা যশোর জেলার সভাপতি নূর ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, নিউজবিডি জার্নালিস্ট ২৪ এর উপদেষ্টা কবি সন্তোষ কুমার দত্ত, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ,ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক মন্টু।
নিউজবিডি জার্নালিস্ট ২৪ এর নির্বাহী সম্পাদক মুহাঃ মোশাররফ হোসেন, ইলিয়াস হোসেন, বার্তা সম্পাদক মোঃ এরশাদ আলী, স্টাফ রিপোর্টার ওয়াজেদ আলী, রাশেদ রেজা বিশেষ প্রতিনিধি, আনন্দ টিভির যশোর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত সম্পাদক ও নিউজ এডিটর আল ইমরান ,স্টাফ রিপোর্টার সোহেল রানা,সাকিব হোসেন,ইমরান হোসেন, সুমনা বিশ্বাস তমা, মোহসিনা ইয়াসমিন হৃদি , চম্মা বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।