রাজগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে আহত ১ ঘাতক ট্রাক আটক

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

ডেস্ক রিপোর্ট ঃ

রাজগঞ্জে ট্রাক—মোটরসাইকেল সংঘর্ষে মোঃ আব্দুল্লাহ(২৮) নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হয়।
সরেজমিনে জানা যায়, গত ২৭/১১/২০২৩ ইং তারিখ সকাল ০৯:৩০ ঘটিকার সময় হানুয়ার বাগেরালী পাড়ার জামে মসজিদ সংলগ্নে দূর্ঘটনা ঘটে। জানা যায় আহত মোঃ আব্দুল্লাহ উপজেলার গোয়ালবাড়ী গ্রামের লুৎফর রহমানের ছেলে।
আরো জানা যায় যে, আহত আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে মাছ বিক্রয় করার জন্য নিজ মোটরসাইকেল(পালসার—১৫০ সিসি) যোগে বাজারে যাওয়ার পথ মধ্যে হানুয়ার গ্রামের বাগেরালী জামে মসজিদ সংলগ্নে পৌছালে ট্রাক (যশোর—ট—১১—৫৩৩১) ক্রসিং করার সময় ভিক্টিম ট্রাকের সাথে ধাক্কালেগে ট্রাকের চাকার নিচে ভিক্টিমের ডান পা চলে যায় এমনকি ভিক্টিমের অন্ডকোষ ছিড়ে যায়।
ঘটনা স্থলে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ফোর্স ও মণিরামপুর ফায়ার সার্ভিস এসে ভিক্টিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল, যশোরে পাঠানো হয়।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রেয় এএসআই মোঃ হাফিজুর রহমান জানান, ঘটনা স্থাল থেকে আমরা ঘাটক ট্রাক আটক করেছি। ভিক্টিমকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল, যশোরে পাঠিয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাক এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণনের প্রস্তুতি চলছে। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

আল ইমরান/ নিউজ বিডি জার্নালিষ্ট ২৪

error: Content is protected !!