রাজগঞ্জে খালিয়া মাদ্রাসার মোড়ে ইয়াকুব আলীর পক্ষে জনগণের মাঝে লিফলেট বিতরণ

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

মনিরামপুরে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আলহাজ্ব এস এম ইয়াকুব আলীর পক্ষে বিরতিহীন ভাবে চলছে নির্বাচনী প্রচারণা গণসংযোগ ও লিফলেট বিতরণ। বৃহস্পতিবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলার রাজগঞ্জ খালিয়া মাদ্রাসার মোড়ে জনগণের মাঝে এই লিফটে বিতরণ করা হয়। জানা যায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আসন ৮৯-যশোর ০৫- মনিরামপুর আসন থেকে নৌকা প্রত্যাশী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির নির্বাহী সদস্য ও যশোর জেলা কৃষক লীগের সহ-সভাপতি যশোর সিটি প্লাজার চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব আলহাজ্ব এস এম ইয়াকুব আলীর পক্ষে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ ঝাঁপার ইউনিয়নের খালিয়া মাদ্রাসার মোড় এবং ইউনিয়নের বিভিন্ন বাজারে নির্বাচনী প্রচারণা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। নির্বাচনী প্রচারণা গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জামাল হোসেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান ও শরিফুল ইসলাম। যুবলীগ নেতা খলিলুর রহমান ও লুৎফর রহমান,মারুফুল ইসলাম। শ্রমিক লীগ নেতা ফরিদ আহমেদ মাসুম বিল্লাহ। কৃষকলীগ শাকিল রানা, নুরনবী। ছাত্রলীগ নেতা হাসান, শাহরিয়ার, নাজিম ইমন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা সাধারণ ভোটারদের মাঝে নৌকায় ভোট চেয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার আহ্বান জানান।

error: Content is protected !!