রোকন বাপ্পি, রাজগঞ্জ :
স্কুল জীবন শেষ হয়েছে আরও বছর ৮ আগে, এর মধ্যে অনেকের সাথে যোগাযোগ আছে অনেকের সাথে নেই, আরও বছর ৮ পর হয়তো আরও অনেককে ভুলে যাবো। তবে সব প্রতিবন্ধকতাকে পিছিয়ে ফেলে প্রতি বছরের ন্যয় এবছরও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২০১৬ ব্যাচের উদ্যোগে আয়োজিত হলো ইফতার মাহফিল ২০২৪
৮ এপ্রিল, ২০২৪ (সোমবার) যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উন্মুক্ত ও মনোরম পরিবেশে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের একটি ব্যাচের প্রায় ৩০ জনের অংশগ্রহণে সম্পন্ন হয় এই ইফতার প্রোগ্রাম। অঞ্চলের বিভিন্ন স্থানের সহপাঠী ও বন্ধুরা প্রাণের টানে এসেছেন শুধু এই ইফতার প্রোগ্রামে অংশ নিতে, সবার সাথে দেখা করার জন্য।
স্কুল,কলেজ এর গন্ডি পেরিয়ে এখন সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোতে তাদের পদচারণা।
অনেকে ইতিমধ্যে প্রবেশ করেছেন কর্মক্ষেত্রে। ঈদ উপলক্ষ্যে ঈদের ছুটিতে সবাই রাজগঞ্জে অবস্থান করেন। এরই ধারাবাহিকতায় বিগত ৮বছর যাবত প্রায় প্রতি বছরের ন্যায় ২৮শে রমজান রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে ইফতার ও পুনর্মিলন এর আয়োজন করে আসছে এসএসসি ব্যাচ ২০১৬ অনেকদিন পরে সকল বন্ধুরা একত্রিত হলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় মাঠটিতে।
ব্যাচের অন্যতম আয়োজক, সাংবাদিক ও আইনজীবী রোকন বাপ্পি বলেন, "কর্মব্যস্ততার এ জীবনে আমরা সবাই সারা বছর যে যার যার মতো করে ব্যস্ত থাকি। শত ব্যস্ততার মধ্যেও প্রতিবছর বন্ধুরা যেন অন্তত একত্রে মিলিত হতে পারি সেজন্য আমাদের এ আয়োজন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাধ্যমেই আমরা আমাদের এ ঐতিহ্যবাহী ইফতার মাহফিল ও মিলনমেলার ধারাবাহিকতা অব্যহত রাখতে পারবো, ইনশাআল্লাহ।"