মোঃ আল ইমরানের নিউজ ডেক্স :
“হাসবে রুগি বাঁচবে প্রাণ, সেচ্ছায় করি রক্ত দান— এই পতিপাদ্যকে সামনে রেখে রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালীকা বিদ্যাপীঠ মাঠ প্রঙ্গনে গত ১৬ ই সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৩ ঘটিকায় রাজগঞ্জ এফসিবিএফ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিলন মেলা মোঃ সাব্বির আহম্মেদ ও মোঃ রায়হান কবির এর সঞ্চালনায় ও রেজয়ান আহম্মেদ রিফাতের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। শুরুতে বিভিন্ন বক্তারা বিভিন্ন সমস্যা ও সাফল্যর কথা তুলে ধরেন।
এসময় চলতি বছরের জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এফসিবিএফ কতৃর্ক বিভিন্ন সহায়তা প্রদানের হিসাব তুলে ধরেন অর্থসম্পাদক মোঃ সাব্বির আহম্মেদ।
এসময় তিনি আরও বলেন আমরা যশোরের সকল সেচ্ছাসেবী সংগঠন এক হয়ে যশোর জেলাকে মানবিক জেলা হিসেবে গড়ে তুলতে চাই।
এসময় বক্তব্য রাখেন যশোর জেলার দিঘড়ী ব্লাড ব্যাংক, চৌগাছা কেয়ার ব্লাড ব্যাংক, মানবতার সংস্থা, যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন, পারখাজুরা ব্লাড ডোনেট ক্লাব, যশোর মানব সেবা সংঘ, এসআর যুব ও সমাজ কল্যাণ সংস্থা, বারপোতা ব্লাড ব্যাংক, বংশিবাজার ব্লাড ব্যাংক, লেবুতলা ব্লাড ব্যাংক, হৃদয়ে কেশবপুর ব্লাড ব্যাংক, বাঘারপাড়া ব্লাড ব্যাংক, ঝিকরগাছা ব্লাড ফাউন্ডেশন, যশোর ব্লাড ব্যাংক, চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন, উদ্ভাস জ্ঞান পিপাসা ফাউন্ডেশন, ঐক্যবন্ধন, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, চৌগাছা ব্লাড ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা কলেজ ব্লাড ডোনেশন সোসাইটি, ব্লাড এইড ব্যাংক যশোর।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব রবিউল ইসলাম রবি, মোঃ জসিম উদ্দীন, সধারণ সম্পাদক রাজগঞ্জ প্রেসক্লাব, মোঃ জাহাঙ্গীর আলম প্রধান শিক্ষক রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ, মাষ্টার নজরুল ইসলাম আইসিটি সম্পাদক রাজগঞ্জ প্রেসক্লাব ও আইসিটি শিক্ষক কাশিপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রসা, সাংবাদিক আল ইমরান, সাংবাদিক, শাহজান শাকিল, সাংবাদিক মোঃ হাবিবুল্লাহ, সাংবাদিক হেলাল, সাংবাদিক শাহিনুজ্জামান, সাংবাদিক উত্তম চক্রবত্তর্ী,
এছাড়াও অনলাইনে লাইভে সংযুক্ত ছিলেন মালয়েশিয়া থেকে এফসিবিএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন।