রাজগঞ্জের পল্লীতে প্রধান সড়কে  গাছের গুড়ি রাখায় দুর্ঘটনার সম্ভাবনা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

লেখক: Rakib hossain
প্রকাশ: 7 months ago
oppo_0

এম, ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোর মণিরামপুর বাকঁড়া টু মণিরামপুর সড়কের খালিয়া মাদ্রাসা মোড়স্থ দর্জী মমিনের বাড়ির পাশে দীর্ঘদিন যাবত বড় বড়, গাছের গুড়ি কাঠ ,ছোট কাঠ, ববিন, জ্বালানী রেখে আসছে এলাকার কাঠ ব্যাবসায়ী আবু কালাম (কালু) রাস্তার উপরে কাঠ রাখায় যে কোন সময় ঘটে যেটে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জানা যায়, আনুমানিক ১ মাস আগে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের এক ঘোষ মোটর সাইকেলে দুধ বহন করে নিয়ে যাওয়ার সময় রাস্তার উপরে কাঠ রাখায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কাঠের সাথে ধাক্কা খেয়ে আড়াই থেকে তিন (৩) মন দুধ মাটিয়ে পড়ে যায় এবং তার দুধ বহন করা মোটর সাইকেলটি ভেঙ্গে যায় এবং সে গুরুতর আহত হয়ে রক্তাক্ত জখম হয়। এছাড়া যখন তখন ছোট ছোট দুর্ঘটনা ঘটতেই থাকে। নাম বলতে অনিচ্ছুক অনেকেই বলেন আবু কালাম রাস্তার উপরে কাঠ রাখায় আমাদের রাস্তায় চলাচল করতে খুব অসুবিধা হয় এছাড়া রাতে ওই ফেলে রাখা কাঠের উপরে বসে উশৃঙ্খল পোলাপান আড্ডা দেয়, মাদক সেবন করে মোবাইলে ফ্রি ফায়ার গেইম খেলে যার দেখার কেউ নেই।

এই ঘটনার বিষয়ে ইউপি সদস্য কাশেম আলীর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, প্রধান সড়কের উপর কাঠ ব্যবসায়ীরা রাস্তার উপর কাঠ রেখে অন্যায় করেছেন এ ঘটনা বিষয় আমি আগামীকাল সকালে কঠোর পদক্ষেপ নেব এবং ভবিষ্যতে তারা যেন রাস্তার কিনারে বা রাস্তার উপর কাঠের গুড়ি রাখতে না পারে।

রাজগঞ্জ ভূমি কর্মকতা আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন প্রধান সড়কে যদি কোন ব্যাবসায়ী কাঠ রাখেন তাহলে সে অবশ্যই অন্যায় করেছে বিষয়টি আমি তদন্ত করে দেখব সে দোষী হলে অবশ্যই তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

এই ঘটনার বিষয় এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

error: Content is protected !!