ডেস্ক রিপোর্ট ঃ
মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ব্যবসায়ী আবু আব্দুল্লাহ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালতে। চাঞ্চল্যকর ওই মামলার রায়ে সকল আসামিকে খালাস প্রদানের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক সোহানী পূষণ এই রায় প্রদান করেন।
আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিষয় প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম ও কাজী রেফাত রেজওয়ান সেতু।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের মোবাশ্বের হোসেন হীরা, মোবারকপুর গ্রামের শফিকুল ইসলাম টুলু, আব্দুল মজিদ, চন্ডিপুর গ্রামের সাইফুল ইসলাম ও লিটু আনাম ওরফে লিটু।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আওয়ামী লীগ নেতা আবু আব্দুল্লাহর রাজগঞ্জ বাজারে সরদার ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ২০১১ সালের ২৯ আগস্ট রাত ৮টার দিকে আবু আব্দুল্লাহ মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে হানুয়ার গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে হানুয়ার গ্রামের মানিকগঞ্জ ব্রিজের কাছে পৌঁছালে অজ্ঞাতরা তার ওপর বোমা হামলা চালায়। এত মোটরসাইকেল থেকে পড়ে যান আব্দুল্লাহ। পরে তাকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায় হত্যাকারীরা।
এ ব্যাপারে নিহতের ছেলে আলী রেজা ওই কজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে ওই বছরের ৩০ আগস্ট মণিরামপুর থানায় মামলা করেন। ওই মামলার তদন্ত শেষে উল্লিখিত পাঁচজনকে অভিযুক্ত করে ২০১৩ সালের ৯ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মণিরামপুর থানার এসআই জামিরুল ইসলাম। কিন্তু আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক সব আসামিকে খালাস প্রদান করেন।