রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস আজ
আজ ২৭ জানুয়ারি, রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস। ১৯২২ সালের এই দিনে সিরাজগঞ্জের সলঙ্গা হাটে তৎকালীন বৃটিশ সরকারের পুলিশের গুলিতে হাজারো নিরীহ মানুষ হতাহত হন। বিলেতি পণ্য বর্জন আন্দোলনে সাধারণ জনতা ও আন্দোলনকারীদের ওপর চালানো এই নির্মম হত্যাকাণ্ড বাংলার ইতিহাসে এক অনন্য প্রতিবাদের প্রতীক।
বিদ্রোহের পটভূমি
বৃটিশ সাম্রাজ্যবাদের শাসনামলে অসহযোগ আন্দোলন ও খেলাফত আন্দোলনের ঢেউ বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। দেশীয় পণ্য ব্যবহারের লক্ষ্যে বিলেতি পণ্য বর্জনের আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের সলঙ্গা হাটে শুরু হয় বিলেতি পণ্য বর্জনের অভিযান।
১৯২২ সালের ২৭ জানুয়ারি, শুক্রবার ছিল সলঙ্গার বড় হাট বার। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নেতৃত্বে অসহযোগ আন্দোলনের কর্মীরা হাটে বিলেতি পণ্য কেনা-বেচা বন্ধ করতে নামে। আন্দোলন দমনে ছুটে আসে পাবনা জেলা ম্যাজিস্ট্রেট আর.এন. দাস, জেলা পুলিশ সুপার, এবং সিরাজগঞ্জ মহকুমা প্রশাসক এস.কে. সিনহা সহ ৪০ জন সশস্ত্র পুলিশ।
বিক্ষোভ ও গণহত্যা
গো হাটায় আন্দোলনকারীদের অফিস ঘেরাও করে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে স্থানীয় জনগণ বিদ্রোহে ফেটে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ম্যাজিস্ট্রেট গুলি চালানোর নির্দেশ দেন। পুলিশের গুলিতে চারদিক রক্তে রঞ্জিত হয়ে যায়।
সরকারি হিসাবে সাড়ে ৪ হাজার মানুষ হতাহত হন। তবে বেসরকারি হিসাবে এই সংখ্যা ১০ হাজারেরও বেশি। এক ব্রাহ্মণ পুলিশ, গোহত্যা মহাপাপ জেনে, একমাত্র তার রাইফেল থেকে গুলি ছোড়েননি।
স্মরণ ও কর্মসূচি
রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে:
- প্রভাতফেরি, মিলাদ ও দোয়া মাহফিল
- ক্রীড়া প্রতিযোগিতা
- র্যালি এবং আলোচনা সভা
- পুরস্কার বিতরণ
আয়োজকদের মধ্যে উল্লেখযোগ্য হলো মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগার, সলঙ্গা সমাজকল্যাণ সমিতি, নূরুননাহার তর্কবাগীশ ডিগ্রি কলেজ, তর্কবাগীশ মহিলা মাদ্রাসা এবং সলঙ্গা ফোরাম।
সলঙ্গা বিদ্রোহ বাংলার সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের এক অমর অধ্যায়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বদেশী পণ্য বর্জনের আন্দোলনে হাজারো প্রাণের আত্মত্যাগ এবং স্বাধীনতার জন্য সংগ্রামী মনোভাব। দিবসটি পালন করার মাধ্যমে আমরা এই মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।