স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুর মমিনপুর ইউনিয়নের বানিপাড়া গ্রামের কৃষক রুবেল হোসেন (৫৭)। গত বছর ৫ বিঘা জমিতে তামাক চাষ করেছিলেন তিনি। এ বছর চাষ করেছেন ১০ বিঘা জমিতে। রংপুর সদর উপজেলার মমিনপুর বানিয়াপাড়া গ্রামে জমিতে তামাক চাষে ব্যস্ত কৃষকরা।
এ বছর তামাকের দাম বাড়বে তামাক কোম্পানির লোকজনের এমন প্রতিশ্রুতি পেয়ে এবার ৫ বিঘা বেশি জমিতে তামাক চাষ করেছেন বলে নিউজ বিডি জার্নালিস্ট২৪ কে জানান তিনি। অথচ তার পরিকল্পনা ছিল তামাক চাষ কমানোর। ৫-৬ বিঘা জমিতে তামাক চাষ করে অবশিষ্ট জমিতে আলুসহ অন্য ফসল চাষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তামাকের দাম বাড়বে শুনে সিদ্ধান্ত বদলেছেন।
রুবেল হোসেনের ছেলে রকিকুল নিউজ বিডি জার্নালিস্ট২৪ কে বলেন, বর্তমানে ধান ও সবজি চাষে কৃষকরা লাভবান হচ্ছেন। তামাক চাষে প্রচুর পরিশ্রম করতে হয়। তারপরও তারা তামাক চাষ থেকে বেড়িয়ে আসতে পারছেন না। তামাক কোম্পানির কাছে আমরা এক রকম জিম্মি হয়ে পড়েছি।
এক বিঘা জমিতে তামাক চাষ করতে ১২৫ কেজি ইউরিয়াসহ ১৯০ কেজি সার ব্যবহার করতে হয়। নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত শ্রম দিতে হয় তিনি বলেন। তিনি আরোও বলেন,তামাক কোম্পানির লোকজন আমাকে জানিয়েছেন, এ বছর তামাকের দাম বাড়বে। তাই ১০ বিঘা জমিতে তামাকের চাষ করেছি। তামাক কোম্পানি আমাদেরকে সার, বীজ ও সুদমুক্ত ঋণ সুবিধা দিয়ে সহায়তা করে।
রংপুর সদর উপজেলার মাস্টার পাড়া গ্রামের মানিক মিয়া বলেন, ১ বিঘা জমিতে ৬-৭ মণ তামাক উৎপন্ন হয় আর এতে খরচ হয় ১২-১৪ হাজার টাকা। গেল বছর প্রতি মণ তামাক ২৫০০- ৩০০০ হাজার টাকা দরে বিক্রি করেছিলাম। এ বছর তামাকের দাম আরও বাড়বে এমন আশ্বাসও পাওয়া গেছে। তামাক সাধারণ উর্বর জমিতে চাষ করা হয়। এ বছর আমি ৫ বিঘা জমি বাড়িয়ে ৭ বিঘা জমিতে তামাকের চাষ করেছি। তবে অনেক জিনিসপত্রের দাম বেড়েছে এবছর তামাকের দাম বেশি পাওয়ার আশায় তামাক চাষ করেছি।