প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৩, ৯:৪০ এ.এম
রংপুর রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় হল রুমে যুবলীগ ছাত্রলীগের সদস্যগন নিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান
রংপুর মহানগরীর রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় হল রুমে গতকাল সন্ধ্যায় ১২ নং ওয়ার্ড যুবলীগ ছাত্রলীগের সদস্যগন নিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত সংবর্ধনানুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগ নেতা রাধাকৃষ্ণ পুর অনার্স কলেজের প্রফেসর ও তুষার চৌধুরী। সংবর্ধনা অনুষ্টানে সদ্য দায়িত্বপ্রাপ্ত যুবলীগের রংপুর মহানগরের সাংগঠনিক সম্পাদক নূরে আলম রিংকু শুভেচ্ছা বক্তব্যে বলেন, আজ আমরা উন্নত রাষ্ট্রে পরিনত হয়েছি,স্মার্ট ভিশনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের দেশের উন্নয়ন কতিপয় কিছু দুষ্কৃতিকারী, দেশের স্বাধীনতার বিরোধী করেছিল আজ তারাই মিথ্যা কথা বলে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা যদি সামনে নির্বাচনকে কেন্দ্র করে কোন অরাজকতা সৃষ্টি করতে চায় এই দেশের জনগনকে সাথে নিয়েই আমরা তা রাজপথে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ ও ছাত্রলীগ সদস্য সহ বিভিন্ন পেশার মানুষ।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।