রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসনের কার্যালয়ে দালাল বিরোধী অভিযানে ঔষধ কোম্পানির এক প্রতিনিধি আটক

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ মমিনুর রহমান,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

রংপুর মেডিক্যাল কলেজ দালাল হিসেবে হাসপাতালে জেলা প্রশাসনের দালালবিরোধী অভিযানে ঔষুধ কোম্পানির এক প্রতিনিধিকে দালাল হিসেবে আটক করে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন সহকর্মীরা। একইসঙ্গে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করেছেন তারা। রংপুরের ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন ঔষুধ কোম্পানির প্রতিনিধি অংশ নেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে ওষুধ কোম্পানির দণ্ডপ্রাপ্ত প্রতিনিধিকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক ঘটনাস্থলে এসে তাদের দাবি বিবেচনার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন তারা। সমাবেশে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা বলেন, আমরাও চাই, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল দালালমুক্ত হোক। প্রশাসন বিভিন্ন অভিযান পরিচালনা করবে, সেটিকেও আমরা সাধুবাদ জানাই। কিন্তু সেই দালালমুক্ত অভিযানে প্রকৃত দালালদের না ধরে, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কেন হয়রানি করবে? কেন দালাল বলে আখ্যায়িত করবে? এটা আমরা মেনে নিতে পারি না। এটি আমাদের জন্য লজ্জার।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক প্রতিনিধি নগরীর ধাপ এলাকা থেকে মিছিল নিয়ে কাছারিবাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান গেটের সামনে অবস্থান নেন। সেখানে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বেলাল আহমেদ। তিনি বলেন, ‘আমাদের কাজের ধরনটাই হলো হাসপাতালে, ক্লিনিকে ও ডাক্তারের কাছে যাওয়া। অথচ আমাদের দালাল হিসেবে আখ্যায়িত করে প্রচার করা দুঃখজনক। আমাদের দালাল বলে আখ্যায়িত করে, মিডিয়ায় প্রচার করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে ফুল নিয়ে এসেছি। রংপুর মেডিক্যালকে দালালমুক্ত করতে অভিযান পরিচালনার জন্য আমরা ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি তাদের। সেই সঙ্গে আমাদের অবস্থান তুলে ধরেছি। যেন আগামীতে এরকম বিভ্রান্তিকর ঘটনা না ঘটে। পাশাপাশি আমাদের আটক প্রতিনিধিকে মুক্তি দিতে হবে।’

সমাবেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দালাল আখ্যায়িত করে হেয়প্রতিপন্ন করার সুষ্ঠু সমাধান ও সব প্রকার অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধসহ পাঁচ দফা দাবির কথা জানান অ্যাসোসিয়েশনের নেতারা। সমাবেশ শেষে অ্যাসোসিয়েশনের রংপুর মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মহসিন আলীসহ অন্যান্য নেতা দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেন।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ ডব্লিউ রায়হান শাহ বলেন, ‘আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। প্রধানমন্ত্রী সরকারি-বেসরকারি সব সেবা প্রতিষ্ঠান দালালমুক্ত করে নির্বিঘ্নে সেবা প্রদানের পরিবেশ তৈরিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আমরা সেই নির্দেশে কাজ করছি। তবে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের আবেদন আমরা আইনি দিক থেকে বিবেচনা করবো।’

এর আগে গত ২৪ আগস্ট দালালমুক্ত করতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও পুলিশ। এ সময় চার জন দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। সেই অভিযানে ওষুধ কোম্পানির এক প্রতিনিধিকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

error: Content is protected !!