রংপুর জেলা প্রতিনিধি:
মাদক ছাড়ো, মাঠে এসে খেলাধুলা কর” এবং “খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল” স্লোগান নিয়ে গতকাল শুক্রবার বিকেলে পুলিশ লাইন্স স্কুল মাঠে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটি, রংপুরের আয়োজনে “আরপিএমপি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্ণামেন্ট” অনুষ্ঠিত হয়।
“মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্ণামেন্ট”-এর শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। এরপর সম্মানিত অতিথিবৃন্দ নিজ নিজ আসন অলংকৃত করে এবং বক্তব্য পেশ করেন। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত ১২০০ জনের বেশি মাদক ব্যবসায়ী সেবনকারী গ্রেফতার হয়েছে। গণসম্পৃক্ততা কার্যক্রম এর অংশ হিসেবে এই মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। মাদক কারবারি মাদক সেবী এবং এদের প্রশ্রয়দাতাদের স্পষ্টভাবে তিনি জানিয়ে দেন রংপুর মহানগরী মাদকের জন্য নিরাপদ স্থান নয়। যুবসমাজকে মাদক, জুয়া থেকে দূরে রাখার উদ্দেশ্যে এবং খেলাধুলায় সম্পৃক্ত করে দেহ মন সুস্থ রাখার লক্ষ্যেই এই মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। এরপর তিনি আরপিএমপি’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
এরপর সম্মানিত প্রধান অতিথি বেলুন ও কেক কেটে “আরপিএমপি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৩”-এর শুভ উদ্বোধন করেন।
মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও এর ভয়াবহতার প্রচারণার লক্ষ্যে জেলা পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরের মাঠে আজ ০২টি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় (পুরুষ) কমিউনিটি পুলিশং একাদশ বনাম বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার মধ্যে প্রথম খেলা হয়। পুরুষের খেলায় বিভাগীয় ক্রীড়া ০৩-০১ গোলে জয়লাভ করে। পরবর্তীতে (নারী) কমিউনিটি পুলিশং একাদশ বনাম বিভাগীয় ক্রীড়া সংস্থার মধ্যে খেলা হয়। নারীদের খেলায় কমিউনিটি পুলিশিং একাদশ ০৪-০০ গোলে জয়লাভ করে। পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি, মাননীয় মন্ত্রী, বানিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি মোঃ হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার, রংপুর; পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর; মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর; মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর; বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, চেয়ারম্যান, জেলা পরিষদ, রংপুর; রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সভাপতি, কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটি এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।