প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৪, ৭:০৪ পূর্বাহ্ণ
রংপুর বিভাগে রমেক হাসপাতালে বৈষম্যবিরোধী চিকিৎসকদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগপন্থি অধ্যক্ষের অপসারণের দাবিতে ৭ম দিনের মতো রংপুর মেডিক্যাল কলেজে বিরোধী চিকিৎসক ছাত্র, ড্যাবসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ঘন্টা কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করেন চিকিৎসক, ছাত্র ও কর্মচারীরা।
বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনকারীদের সমন্বয়ক ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল বলেন, আজকে দুই ঘণ্টার কর্মবিরতি চলছে। ফ্যাসিবাদের দোসর ডা. মাহফুজকে অধ্যক্ষের পথ থেকে না সরানো হলে আগামীকাল থেকে শাউটডাউনে যাব আমরা। ন্যাশনাল ডক্টরস ফোরামের বিভাগীয় সভাপতি ডা. মোহাম্মদ হোসেন বলেন, ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে অভ্যুত্থানের পরও একজন ফ্যাসিবাদীকে এই হাসপাতালের অধ্যক্ষ করা হয়েছে। তাকে দ্রুত অপসারণ করা না হলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাচ্ছি। গত ২৯ অক্টোবর ডা. মাহফুজার রহমানকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। এর পরদিন থেকে তার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসজুড়ে আন্দোলন শুরু হয়।
আজ দুই ঘণ্টার কর্মবিরতি শেষে তাদের দাবি মানা না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com