রংপুরে হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 months ago

মোঃ আবু শাহান সেলিম মিয়া, রংপুর:
রংপুর মহানগরীর ১২ নং ওয়ার্ড রাধাকৃষ্ণপুর মৌলভীপাড়া কর্তৃক আয়োজিত হামদ-নাত, ক্বেরাত ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আব্দুর রউফ এর সভাপত্বিতে সারাদিন ব্যাপী মৌলভীপাড়া মাঠে এলাকার কোমলমতি শিশুদের  হামদ-নাত ও ক্বেরাত  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় ১২ নং ওয়ার্ডের ১০টি গ্রুপে ১০০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চূড়ান্তভাবে ৩০ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডা. মো. রফিকুল ইসলাম রফিক সত্ত্বাধিকারী- রফিক হোমিও চেম্বার ও সহ-সভাপতি নজিরেরহাট ব্যবসায়ী ও দোকান মালিক সমিতি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সার্বিক তত্ত্ববোধনে, আলহাজ্ব মোহাম্মদ নাসির সিদ্দিকী। প্রতিযোগীদের উদ্দেশে সভাপতি বলেন, আগামীতে হামদ, নাত, ক্বেরাত ও আজানে আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অলি, মুন্না, আতিক, বেলাল, আপেল, হাসান, নুরু, জাহিদ, নাহিদ, সায়েম প্রমূখ।
error: Content is protected !!